কয়রা উপজেলার কয়রা-গোবরা সড়কে কপোতাক্ষ নদের উপর অবস্থিত গোবরা ¯øুইজ গেটটি গত শনিবার রাতে ধ্বসে লোকালয়ে পানি প্রবেশ করেছে। তাৎক্ষনিকভাবে স্বেচ্ছাশ্রমে পানি আটকানো সম্ভব হলেও যেকোন সময় ¯øুইজ গেট ও তার পার্শ্ববর্তী স্থান পুনরায় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান...